Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পাথরঘাটা ইউনিয়ন পরিষদ

এক নজরে-

  • ইউনিয়নের সীমানা-    উত্তরে পাথরঘাটা পৌরসভা, পূর্বে বিশখালী নদী, দক্ষিনেঃ বঙ্গোপসাগর, পশ্চিমে বলেশ্বর নদী ও চরদুয়ানী ইউপি।
  • নাম          -    ৪নং সদর পাথরঘাটা ইউনিয়ন পরিষদ।
  • স্থাপনাকাল      -    ১৯৬৩-৬৪ খ্রি.।
  • দায়িত্বরত চেয়ারম্যান    -    জনাব মোঃ আলমগীর হোসেন
  • নবগঠিত পরিষদের বিবরণ-    ১) শপদ গ্রহনের তারিখ- ১৮.০৫.২০২২ খ্রি.।

২) প্রথম সভার তারিখ- ২২.০৫.২০১২ খ্রি.।

  • জনসংখ্যা       -    ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ৩৭,৫১২ জন।
  • গ্রামের সংখ্যা         -    ১০টি।
  • মৌজার সংখ্যা        -    ১১টি।
  • হাট বাজারের সংখ্যা     -    ০৬টি।
  • যোগাযোগ ব্যবস্থা  -    উপজেলা সদর থেকে ০১ কিলোমিটার দূরে অবস্থিত। সদর পাথরঘাটা ইউনিয়নে যাতায়াতের মাধ্যম হচ্ছে- মটর সাইকেল, টেম্পু, রিক্সা।
  • শিক্ষার হার     -    ৬৮%।
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়-     ২৪টি।
  • মাধ্যমিক বিদ্যালয়-    ০৩টি।
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয়   -    ০২টি।
  • মাদ্রাসা        -    ০৬টি।
  • খোয়াড় ও ফেড়ীঘাটের সংখ্যা-   খোয়াড়- ৭টি, ফেড়ীঘাট- নেই।
  • গ্রাম সমূহের নাম  -    ১) গহরপুর, ২) নিজলাঠিমারা, ৩) হাতেমপুর, ৪) টেংরা কোড়ালিয়া, ৫) রুহিতা, ৬) পদ্মা, ৭) হাড়িটানা, ৮) বাদুরতলা, ৯) চরলাঠিমারা ১০) বড়ইতলা।

 

  • ইউনিয়ন পরিষদের জনবল-     ১) ইউনিয়ন পরিষদ সচিব  -০১জন।

                   ২) ইউনিয়ন গ্রাম পুলিশ    -    ০৯জন।

৩) দফাদার       -    ০১জন।